• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়বে ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২০, ১৪:৪৫
ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়বে ইরান
ইরানি নৌ সেনাবাহিনী (ছবি : পার্সটুডে)

ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

বিশ্বের বিভিন্ন মহাসাগরের ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির নির্দেশনা অনুযায়ী এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। খবর পার্সটুডের।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে সোমবার (২২ জুন) বন্দর আব্বাস থেকে আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি জানান, সর্বোচ্চ নেতা আইআরজিসিকে ইরানের জলসীমা থেকে দূরবর্তী সাগর-মহাসাগরে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে একটি স্থায়ী ঘাঁটি করা হবে।

ইরানের এই সেনা কমান্ডার আরও জানান, ভারত মহাসাগরে ঘাঁটি গড়ার ক্ষেত্রে আইআরজিসি তার নিজস্ব সক্ষমতা ব্যবহার করবে। এবার আইআরজিসি তাদের স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ ঘাঁটিটি চালু করা হবে। ২০২১ সালের মার্চ মাসে চলতি ফার্সি বছর শেষ হবে।

আরও পড়ুন : এক ফুড ডেলিভারি বয়ের জন্যই ফের করোনার থাবা চীনে!

বিশ্লেষকদের মতে, ওমান সাগর এবং ভারত মহাসাগরে নিজেদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে আইআরজিসি এটাই জানিয়ে দিতে চায়। তারা মূলত কারও জন্য কোথাও একতিল জায়গাও ছেড়ে দেবে না বলে উল্লেখ করেন নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড