• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার মধ্যেই চীনে ফের শুরু কুকুর খাওয়ার উৎসব!

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২০, ১১:০৯
করোনার মধ্যেই চীনে ফের শুরু কুকুর খাওয়ার উৎসব!
বাজারে বিক্রির জন্য প্রস্তুত কুকুর (ছবি : বিবিসি নিউজ)

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনে ফের শুরু হয়েছে কুকুর খাওয়ার উৎসব! গত ২১ জুন শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউলিন শহরে প্রতি বছর ১০ দিনব্যাপী এ আয়োজনে হাজার হাজার মানুষের ঢল নামে। এতে কুকুরের মাংসের স্বাদ নিতে ব্যস্ত থাকেন ক্রেতা-দর্শনার্থীরা। খাওয়াদাওয়ার পাশাপাশি চলে কুকুর কেনাবেচার মস্ত আয়োজন। বিক্রি হয় খাঁচায় বন্দি জীবন্ত কুকুর। কয়েকদিন বয়সের কুকুরছানাও বাদ যায় এই বিকিকিনি থেকে।

চীনে পশুদের অধিকার নিয়ে কাজ করে হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মুখপাত্র পিটার লি বলেন, আমরা প্রত্যাশা করছি প্রাণীদের কথা ভেবে না হলেও শুধু নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এমন অবস্থার পরিবর্তন হবে।

তিনি জানান, চীনে প্রতি বছর এক কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য।

চীনের উহান শহরের একটি বাজার থেকে দুনিয়াজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে মনে করা হয়। এ ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়ে দেশটি। গত এপ্রিলে চীনের প্রথম শহর হিসেবে কুকুর খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেনজেন শহরের কর্তৃপক্ষ।

আরও পড়ুন : মেক্সিকো বর্ডার করোনাকে থামিয়ে দিয়েছে, দাবি ট্রাম্পের

উল্লেখ্য, বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত ৯১ লাখ মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চার লাখ ৭৪ হাজার ৩৩৯ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড