• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন ২০২০, ০৯:০৭
মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ৪
ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষ (ছবি : প্রতীকী)

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ভূমিকম্পের কারণে দেশটির উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাত মাত্রার ওপরের ভূমিকম্পগুলো সাধারণত ব্যাপক ধ্বংসাত্মক হয়ে থাকে। ২০১৭ সালে মধ্য মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৫৫ জন প্রাণ হারিয়েছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) সকালের দিকে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে এ ভূমিকম্প। এতে ওক্সাকা অঙ্গরাজ্যে অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর আলেজান্দ্রো মুরাত।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে শত মাইল দূরবর্তী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে এর তীব্রতা। তবে তাৎক্ষণিকভাবে এখনো তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিনের ভূমিকম্পের জেরে মেক্সিকো এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রায় এক মিটার উচ্চতার ঢেউ মেক্সিকো উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন।

আরও পড়ুন : বুকে বন্দুক জড়িয়ে ঘুমাচ্ছে চীনা সেনারা! ভিডিও ভাইরাল

যে কারণে ইতোমধ্যে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড