• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হজ আয়োজন হবে, কিন্তু বিদেশ থেকে কেউ যেতে পারবে না

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২০, ১৯:১২
কাবা

দেশের বাইরে থেকে এবছর কেউ হজে অংশগ্রণ করতে পারবে না। আবারও একথা স্পষ্ট করে জানিয়ে দিল সৌদি সরকার। করোনার কারণে এবারের হজযাত্রা নিয়ে সিদ্ধান্তহীনতা চলছিল সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ে। শেষ পর্যন্ত হজ আয়োজনের বিষয়ে ছাড়পত্র পেলেও বিদেশ থেকে আগতদের যোগ দিতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হল।

এপ্রসঙ্গে সোমবার সৌদির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, অনাড়ম্বরভাবে এবারে হজের আয়োজন করা হচ্ছে। এতে খুব কম সংখ্যক মানুষই অংশ নিতে পারবেন। দেশের বাইরে থেকে এবছর কাউকে হজে আসতে দেওয়া হবে না। তবে বিভিন্ন দেশের যে সমস্ত নাগরিক বর্তমানে সৌদি আরবে রয়েছেন, একমাত্র তরাই হজ পালন করতে পারবেন। প্রচুর মানুষের সমাগম হলে করোনার সংক্রমণ বেড়ে যাবে আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্চ মাসে উমরাহ পালনের অনুষ্ঠান বন্ধ রাখা হলেও হজের বিষয়ে টানাপোড়েন চলছিল। পরে হজ করার সিদ্ধান্ত নেওয়া হলেও নির্দিষ্ট বিধিনিষেধ মেনে তা পালন করার কথা ঘোষণা করা হয়। হজে অংশ নেওয়া সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি বয়স্কদের অনুমতি দেওয়া হবে না বলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড