• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেঁচে আছে ভারতের হুমকি দাউদ ইব্রাহিম

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন ২০২০, ১৩:০৩
দাউদ ইব্রাহিম

আন্ডারওর্য়াল্ড ডন দাউদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে লাপাত্তা। খোঁজ দিতে পারছে না ভারত কিং পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোও। তবে তার কুকর্মের কথা ঠিকই পাচ্ছে তারা। সম্প্রতি খবর আসে যে দাউদ ইব্রাহিম করোনায় মারা গেছেন এবং তার স্ত্রীয়ের করোনা পজিটিভ। অবশেষে এ খবরটি ভুয়ো বলে জানানো হয়েছে।

দাউদ করোনা সংক্রমিত এ খবর অস্বীকার করেছে তার ভাই। জানা গিয়েছিল, দাউদ মারা গেছে এবং তার স্ত্রী করাচির সেনা হাসপাতালে ভর্তি আছে এবং তার করোনা পজিটিভ ধরা পড়েছে রিপোর্টে। যদিও তার ভাই আনিশ ইব্রাহিম জানিয়েছে যে শুধু দাউদ না, তার পরিবারের কোনও সদস্যই এই রোগে আক্রান্ত হয়নি। আনিশ জানিয়েছে, সকলেই এই সময় বাড়িতে রয়েছে। দাউদের কর্মীরাও সকলে কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানা গিয়েছে। মুম্বাই বিস্ফোরণের পর থেকেই পাকিস্তানে পালিয়ে যায় দাউদ বলে ভারতীয় গোয়েন্দা সংস্থার ধারণা। যদিও দাউদ পাকিস্তানে রয়েছে এ কথা অস্বীকার করে ইসলামাবাদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড