• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালিতে সশস্ত্র হামলায় নিহত ২৬

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন ২০২০, ১০:২৪
হামলা
মালিতে সশস্ত্র হামলায় নিহত ২৬ (ছবি : সংগৃহীত)

সশস্ত্র হামলা চালিয়ে পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলীয় একটি গ্রামে অন্তত ২৬ জনকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। একই সময় ইসলাম ধর্মাবলম্বী ফুলানি জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামটিও জ্বালিয়ে দিয়েছে তারা।

মপ্তি অঞ্চলের কোরো শহরের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, গত শুক্রবার (৫ জুন) বিকালে বিনেদামা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সেখানকার গ্রামপ্রধানকেও হত্যা করেছে।

নিহতদের মধ্যে দুই নারী ও নয় বছরের এক শিশুও রয়েছে। তবে আহতদের সংখ্যা এখনও নিশ্চিত নয়।

বিনেদামার পার্শ্ববর্তী বাঙ্কাস শহরের মেয়র মৌলায়ে গুইন্দো রয়টার্সকে জানিয়েছেন, গ্রামটিতে সশস্ত্র হামলায় অন্তত ২০ থেকে ৩০ জন প্রাণ হারিয়েছেন। তবে হামলা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। কেউই এখনো এর দায় স্বীকার করেনি।

আরও পড়ুন : আক্রান্তের সংখ্যায় ইতালি-স্পেনকে টপকে শীর্ষ পাঁচে ভারত

প্রায় দুই কোটি জনসংখ্যার দেশ মালিতে সহিংসতা নতুন কিছু নয়। ২০১২ সালের দিকে উত্তরাঞ্চলীয় তুয়ারেগস আদিগোষ্ঠেীর লোকজন বিদ্রোহ করলে সহিংসতা শুরু হয় দেশটিতে। এই সহিংসতায় এখন পর্যন্ত হাজার হাজার সাধারণ মানুষ ও সেনা নিহত হয়েছেন। উত্তরাঞ্চল ছাড়িয়ে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে মালির মধ্যাঞ্চলসহ পার্শ্ববর্তী দেশ বুরকিনা ফাসো ও নাইজারেও।

তথ্যসূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড