• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পকে হারাতে ডেমোক্রেট দলের প্রার্থী হলেন বাইডেন 

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন ২০২০, ১৮:২৭
করোনা
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর জো বাইডেন। ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গত এপ্রিল মাসে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ান সমাজতান্ত্রিক ধ্যান ধারণার বার্নি স্যান্ডার্স। ফলে তখনই জো বাইডেনের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায়। তবে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত হওয়ার পর শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো।

ডেমোক্র্যাট প্রার্থী হতে জো বাইডেনের দরকার ছিল ১ হাজার ৯৯১ জন প্রতিনিধির সমর্থন। গত সপ্তাহে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং ৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি শেষে সাবেক এই ভাইস প্রেসিডেন্টের ঝুলিতে ১ হাজার ৯৯৫ প্রতিনিধির সমর্থন রয়েছে। গত শুক্রবারই এ প্রাইমারিগুলোর ফল প্রকাশিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এখন তাকে দলীয় কনভেনশনের জন্য অপেক্ষা করতে হবে। ওই কনভেনশনেই তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। এরপরই তিনি নামবেন প্রচারণায়। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন যে বাইডেন আর ট্রাম্পের লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে, এপ্রিলে স্যান্ডার্সের সরে দাঁড়ানোর পরই তা স্পষ্ট হয়ে যায়। ডেমোক্র্যাটদের প্রথম দিককার প্রাইমারিতে এগিয়ে ছিলেন স্যান্ডার্সই। তবে সুপার টুয়েসডেতে স্যান্ডার্সকে হারিয়ে এগিয়ে যান বাইডেন। স্যান্ডার্স ছিলেন শক্ত প্রগতিশীল। ফলে তার ভোট বেশ কয়েকভাগে ভাগ হয়ে যায়। এতেই হার মানতে বাধ্য হন স্যান্ডার্স।

এদিকে প্রেসিডেন্ট পদে প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর ট্রাম্পকে হারাতে ডেমোক্রেট দলের সবাইকে এক হয়ে লড়ার আহবান জানিয়েছেন জো বাইডেন। সূত্র- সিএনএন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড