• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নামাজের পড়া অবস্থাতেই জোরালো বিস্ফোরণ মসজিদে

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন ২০২০, ১৪:৪৩
আফগানিস্তানের মসজিদ

আবারও সন্ত্রাসবাদীদের হামলায় কাঁপল আফগানিস্তানের মসজিদ। কাবুলের গ্রিন জোনের মসজিদে নামাজের জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই সময় জোরালো বিস্ফোরণে কেঁপে উঠে মসজিদ চত্বর। এখনও পর্যন্ত এই হামলায় দু-জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদে এই সন্ত্রাসবাদী হামলা ঘটে। বিস্ফোরণে যে দু-জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছে মসজিদের ইমামও। মসজিদের ভেতরে আগে থেকে বিস্ফোরক রাখা ছিল বলে জানা গিয়েছে। এই হামলার কথা স্বীকার করে নিয়ছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।

মসজিদটি যে এলাকায় অবস্থিত, তার আশপাশে বেশ কয়েকটি রাষ্ট্রের দূতাবাস এবং আন্তর্জাতিক সংগঠনের অফিস রয়েছে। এরকম কড়া নিরাপত্তায় ঢাকা অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মসজিদের ইমাম মোল্লা মুহাম্মদ আয়াজ নিয়াজি বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড