• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘হাঁটু দিয়ে গলা চেপে ধরার’ মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে : জারিফ

  আন্তর্জাতিক ডেস্ক

০২ জুন ২০২০, ১০:৩৮
এভাবে গলায় হাঁটু চেপে ধরে ফ্লয়েডকে হত্যা করা হয়।
এভাবে গলায় হাঁটু চেপে ধরে ফ্লয়েডকে হত্যা করা হয়। (ছবি : সংগৃহীত)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার দুই বছর আগে ইরানের আট কোটি মানুষের বিরুদ্ধে ‘হাঁটু দিয়ে গলা চেপে ধরার’ কৌশল অবলম্বন করেছে।কিন্তু ইরানিরা আত্মসমর্পন করেনি এবং এখন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকরাও পরাজিত হবে না।

একজন মার্কিন পুলিশ দেশটির কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরে মেরে ফেলার পর আমেরিকা জুড়ে এখন ব্যাপক বিক্ষোভ চলছে। ওই বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে গতরাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন জারিফ।

বার্তায় তিনি বলেন, “গলায় হাঁটু চেপে ধরার কৌশল নতুন কিছু নয়; যে গোষ্ঠী দাবি করে মিথ্যা, প্রতারণা ও ডাকাতি করা তাদের অভ্যাস তারা গত দুই বছর ধরে ইরানের আট কোটি মানুষের বিরুদ্ধে এই কৌশল প্রয়োগ করেছে এবং এর নাম দিয়েছে সর্বোচ্চ চাপ প্রয়োগ।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তায় আরো বলা হয়েছে, “এই কৌশল ইরানি জনগণকে নতি স্বীকার করাতে পারেনি এবং আমেরিকার আফ্রিকান বংশোদ্ভূত নাগরিকদেরও পরাজিত করতে পারবে না।” এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন জনগণকে উদ্দেশ করে বলেছেন, “বিশ্ববাসী আপনাদের অসহায়ত্বের আকুতি শুনেছে এবং আপনাদের পাশে রয়েছে।”

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড