• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীন সীমান্তে চোরাচালানের অনুমতি দিচ্ছে উত্তর কোরিয়া!

  আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন ২০২০, ১২:৩০
চীন- উত্তর কোরিয়া সীমান্ত
চীন- উত্তর কোরিয়া সীমান্ত (ছবি :সংগৃহীত)

চীন-উত্তর কোরিয়ার সীমান্তের কিছু অংশে চোরাচালান কার্যক্রমের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ।

জুনের মাঝামাঝি সময় থেকে এ কার্যক্রম শুরু হবে। পাচারকারীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা পা্ওয়ার শর্ত সাপেক্ষে এ অনুমোদন দেয়া হয়েছে। সংবাদমাধ্যম ডেইলি এনকে এ কথা জানিয়েছে।

ডেইলি এনকে এর সূত্রের খবর অনুসারে, ২৯ শে মে উত্তর কোরিয়া এ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সিনুইজু, রায়ংচন, উইজু এবং নাম্পো স্পেশাল সিটির ব্যবসায়ীরা ১৫ জুন থেকে এ এ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

নতুন ব্যবস্থাপনার আওতায় আসা ব্যবসায়ীরাও সেনাবাহিনী, মন্ত্রিপরিষদ এবং অন্যান্য সরকারী সংস্থাগুলির সাথে সংযুক্ত বাণিজ্য সংস্থাগুলির সাথে কাজ করবেন।

ব্যবসায়ীদের কার্যক্রম পুনঃসূচনা করতে দুটি শর্ত পূরণ করতে হবে : ১) তাদের বাণিজ্য লাইসেন্স (ওয়াকু) বৈদেশিক মুদ্রায় প্রদান; ২) নিজস্ব আমদানি ছাড়াও, রাষ্ট্র দ্বারা মনোনীত আইটেমগুলি আমদানি করে এবং এই আমদানির অর্ধেক সরকারকে দান করতে হবে।

এমনকি যেসব সংস্থা বা ব্যক্তির ইতিমধ্যে একটি ওয়াকু রয়েছে তাদের অবশ্যই বিদেশী মুদ্রার সাথে নতুন পারমিট কিনতে হবে।

কারণ তাদের বাণিজ্য অনুমোদনে অনুমোদিত আমদানি তালিকা রাষ্ট্রের আমদানির প্রয়োজনের সাথে সামঞ্জস্য করতে পরিবর্তন করতে হবে।

জানা গেছে, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ চোরাকারবারীদের আমদানির তালিকায় চাল, ময়দা, তেল (রান্নার তেল), চিনি, এমএসজি এবং অন্যান্য খাবার অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে।

এমনকি যে ব্যবসায়ীরা আগে বৈদ্যুতিক সরঞ্জাম বা বস্ত্র বিশেষজ্ঞ ছিল অবশ্যই এখন তাদের আমদানিতে খাদ্য সামগ্রী অন্তর্ভুক্ত করতে হবে।

এই খাদ্য সামগ্রীর অন্তর্ভুক্তি ১৭ এপ্রিল কেন্দ্রীয় কমিটি এবং মন্ত্রিপরিষদের দ্বারা গৃহীত একটি পদক্ষেপের ফলাফল।এ পদক্ষেপের মাধ্যমে বছরের শেষ পর্যন্ত সমস্ত 'অপ্রয়োজনীয়' আমদানিকে সীমাবদ্ধ করেছিল।

আমদানি নিষেধাজ্ঞার ঘোষণার পরে এমএসজি, সয়াবিন তেল এবং ময়দার দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে।

নির্দিষ্ট খাদ্যপণ্যের ঘাটতি এবং খাদ্য সামগ্রীর উচ্চতর দাম নিয়ে উত্তর কোরিয়ানদের মধ্যে এখন অসন্তোষ দেখা যাচ্ছে।

ডেইলি এনকে সূত্র জানায় যে, আমদানির তালিকাগুলিতে এই খাবারের আইটেমগুলি যুক্ত করা এই অসন্তোষের প্রত্যক্ষ ফলাফল। সূত্র : ডেইলি এনকে

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড