• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৬৯ হাজার ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে ২০২০, ১২:৪০
করোনায় মৃত্যু
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৬৯ হাজার ছাড়াল (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহামারি হয়ে গর্জে ওঠা প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে এই মরণব্যাধির ভয়াল থাবা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ লাখ ৬৪ হাজার ৪৬২ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস মহামারিতে রবিবার (৩১ মে) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৮৫ জনে। এছাড়া বিশ্বব্যাপী প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৬৪ হাজার ৪৬২ জন।

এ দিকে, করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৭৬৮ জনে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৯ হাজার ৭৭৬ জনে।

অন্যান্য দেশের মধ্যে ব্রাজিলে ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫, যুক্তরাজ্যে ২ লাখ ৭৪ হাজার ২১৯, স্পেনে ২ লাখ ৩৯ হাজার ২২৮, ইতালিতে ২ লাখ ৩২ হাজার ৬৬৪ এবং ফ্রান্সে ১ লাখ ৮৮ হাজার ৭৫২ জন।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, কারফিউ জারি

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড