• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঙালি গবেষকের সাফল্য, ১০ মিনিটে করোনা নির্ণয়

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে ২০২০, ১৯:০৮
করোনা

বাজারে ভ্যাকসিন না আসলেও আপাতত করোনা আক্রান্তদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ন্যানোটেকনোলজি ব্যবহার করে করোনা ভাইরাসকে দ্রুত চিহ্নিত করার পদ্ধতি আবিস্কার করেছেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের গবেষকরা।

দলের নেতৃত্বে রয়েছেন বাঙালি গবেষক এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনের অধ্যাপক দীপাঞ্জন পাল। দীপাঞ্জন ন্যানোপার্টিকেল সিন্থেসিস সংক্রান্ত গবেষণায় পরিচিত মুখ।

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে তার নেতৃত্বে একদল গবেষক মানব দেহে ভাইরাসের অস্তিত্ব দ্রুত চিহ্নিত করার বিষয়ে গবেষণা করছেন। তাদের দাবি, নতুন পদ্ধতিতে মাত্র ১০ মিনিটের মধ্যে টেস্টের ফল জানা যাবে। এতে কম সময়ে অনেক বেশি মানুষের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

দীপাঞ্জন বলেন, আমাদের গবেষণাগারের পরীক্ষার প্রাথমিক ফল যথেষ্ট ইতিবাচক। এই পদ্ধতিতে কারও শরীরে ভাইরাস প্রবেশের প্রথমদিনেই তাঁকে চিহ্নিত করা সম্ভব। এ ব্যাপারে আরও গবেষণার প্রযোজন রয়েছে বলে তিনি জানিয়েছেন।