• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

উড়তে যাচ্ছে বিশ্বের প্রথম বৃহত্তম ইলেকট্রিক বিমান 

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে ২০২০, ১৭:৩৮
করোনা
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ ইলেকট্রিক বিমান প্রথমবারের মতো আকাশে উড়তে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনের আকাশে চেসনা কারাভান নামক ওই বিমান ২০-৩০ মিনিট আকাশে উড়বে বলে আগেই এক বিবৃতিতে জানানো হয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিমানে যাত্রী থাকবে ৯ জন। তবে পরীক্ষামূলকভাবে আকাশে উড্ডয়নের ফলে একজন পাইলটও থাকবেন। ঘণ্টায় ১৮৩ কিলোমিটার গতিতে শুরুতে এটি ওড়ার কথা।

জানা গেছে, বিমানটি ২০২১ সালের শেষের দিকে যাত্রী পরিবহণ শুরু করবে। আর এটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি জমাবে।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আগে থেকেই এই বিমান দ্রুত চালুর জন্য কাজ শুরু হয়েছে। আর করোনার মধ্যে সেই কাজে আরো গতি পেয়েছে। কারণ, যে কোনো পরিস্থিতিতে বিমানটি চলাচল করতে পারবে। এমনকি বিমানটির যাত্রী নামা-ওঠা করানোর পর জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নিলেই চলবে। আর এতে করে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলেও মনে করছেন চেসনা কারাভান কর্তৃপক্ষ। সূত্র : গার্ডিয়ান

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড