• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হংকংয়ে ৩০০ বিক্ষোভকারী গ্রেপ্তার 

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২০, ২০:৪৪
করোনা
ছবি : সংগৃহীত

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই চীন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হংকং। টানা কয়েকদিন ধরে চলে আসা বিক্ষোভে পুলিশ পিপার পেলেট নিক্ষেপ করেছে এবং গ্রেপ্তার করেছে কয়েকশ মানুষকে।

বিবিসি জানায়, চীনের আরোপিত জাতীয় সংগীত অবমাননা আইন ও জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেন্ট্রাল হংকংসহ একাধিক জেলায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। পরে যানবাহন চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে পুলিশ আন্দোলনকারীদের আটক করে।

প্রথমে সেন্ট্রাল হংকংয়ে আইনসভা ভবনের সামনে জমায়েতের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। দাঙ্গা পুলিশের প্রবল বাধার মুখে পড়ে তারা সেখানে দাঁড়াতে ব্যর্থ হয়।

জাতীয় সংগীত অবমাননা বিল নিয়ে এমপিরা আইনসভার ভেতরে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছিলেন।

পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। অনুমতি ছাড়া সমাবেশের ডাক দেয়ায় সেখান থেকে ১৮০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে মংকক জেলা থেকে আটক করা হয় আরও ৬০ জনকে। এ ছাড়া সড়ক অবরোধ করায় ওয়ান চাই থেকে আটক করা হয় আরও ৫০ জনকে।

এ ছাড়া আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় সঙ্গে পেট্রোল বোমার মতো ক্ষতিকর বস্তু রাখার অভিযোগে।

গত রবিবার থেকে চীনের প্রস্তাবিত জাতীয় সংগীত অবমাননা আইন ও জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে হংকংবাসী। হংকংকে সরাসরি নিয়ন্ত্রণ করার আইনটির বিষয়ে চীনের সংসদে আলোচনা শুরু হলে এদিন প্রথম আন্দোলন দেখা যায় আধা স্বায়ত্তশাসিত শহরটিতে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড