• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়ার দাবানলে মৃত্যু হয়েছিল ৪৪৫ জনের! 

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২০, ১৯:২০
করোনা
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় টানা কয়েক মাসব্যাপী চলা দাবানলের ফলে ৪৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দাবানলের সঙ্গে এসব মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে বলে এক সরকারি তদন্তে উঠে আসে।

বিবিসি জানায়, ২০১৯-২০২০ সালে গ্রীষ্মে এই দাবানলে প্রচণ্ড ধোঁয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪ হাজারের অধিক মানুষ।

ইউনিভার্সিটি অব তাসমেনিয়ার সহযোগী অধ্যাপক ফে জন্সটন দেশটির রয়েল কমিশনকে এমন তথ্য দিয়েছেন। যেটি সরকারি তদন্তে উঠে আসে।

দাবানলের সময় ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতিকে আরও কীভাবে উন্নত করা যায় সেটির অনুসন্ধান করতে গিয়ে নতুন এই হতাহতের বিষয়টি বেরিয়ে আসে।

কয়েক মাসের খরা এবং রেকর্ড তাপমাত্রায় সৃষ্ট এই দাবানলে অস্ট্রেলিয়া জুড়ে ১১ মিলিয়ন হেক্টর জমি, বনভূমি ও পার্ক পুড়ে যায়। রাজধানী ক্যানবেরা, সিডনিসহ দেশটির বড় শহরগুলোও ঢেকে গিয়েছিল ধোঁয়ায়।

এই দাবানলে অন্তত এক কোটি জীববৈচিত্র্য ও প্রাণী মারা যায় বলে ধারণা করা হয়। পুড়ে যায় অসংখ্য পশুর খামার। তবে আগুন নিভতেই ছাইয়ের মধ্যে থেকে নতুন করে সবুজ উঁকি দেয়ায় আশার সঞ্চার করেছে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড