• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন হুমকি পাত্তা না দিয়েই ভেনিজুয়েলায় ইরানের তেলের ট্যাঙ্কার

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২০, ১৩:৪৫
তেল ট্যাঙ্কার
মার্কিন হুমকি পাত্তা না দিয়েই ভেনিজুয়েলায় ইরানের তেলের ট্যাঙ্কার (ছবি : সংগৃহীত)

মার্কিন হুমকি পাত্তা না দিয়েই ভেনিজুয়েলার জলসীমায় পৌঁছেছে ইসলামিক প্রজাতন্ত্রের ইরানের পাঁচটি তেলের ট্যাঙ্কারের তৃতীয়টি।

মঙ্গলবার (২৬ মে) ভেনিজুয়েলার জলসীমায় পৌঁছায় তেলের ট্যাঙ্কারটি।

বহুজাতিক প্রতিষ্ঠান চেইন টেলিসুর এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ আমেরিকার টেলিভিশন স্টেশনের সংবাদদাতা কর্তৃক টুইটারে প্রকাশিত একটি প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন বলছে, ইরানি জাহাজ পেটুনিয়া বলিভিয়ার জাতীয় সশস্ত্র বাহিনীর টহলে আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে।

দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা চুক্তির অংশ হিসাবে, গত শনিবার (২৩ মে) প্রথম ইরানের তেল ট্যাঙ্কার ভেনিজুয়েলায় প্রবেশ করেছে।

ক্যারিবিয়ান সাগর দিয়ে ইরনি জাহাজগুলিকে যাওয়ার পথে ওয়াশিংটনের হুমকির মুখোমুখি হয়।

আরও পড়ুন : ভারতে সামরিক বৈঠক, যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনা প্রেসিডেন্ট

উল্লেখ্য, মার্কিন হুমকি সত্ত্বেও ইরানের আরও একটি তেলবাহী জাহাজ ভেনিজুয়েলার জলসীমায় প্রবেশ করল। এ নিয়ে ইরানের তিনটি তেলবাহী জাহাজ মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিরাপদে ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছেছে।

তথ্যসূত্র : প্রেনসা লেটিনা, পার্স টুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড