• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আক্রান্তের ১১ দিন পর রোগী থেকে করোনা ভাইরাস ছড়ায় না!

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে ২০২০, ১৩:৫১
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ফাইল ছবি)

সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর থেকে ভাইরাসটি রোগীদের শরীর থেকে আর সংক্রমিত হয় না।

সম্প্রতি সিঙ্গাপুরের একদল গবেষক এমন তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিজ এবং দ্য অ্যাকাডেমি অব মেডিসিনের যৌথ ওই গবেষণায় বলা হয়, অসুস্থ হওয়ার ১১ দিন পর আক্রান্ত রোগী থেকে অন্য কারো শরীরে এই ভাইরাস সংক্রমিত হতে পারে না। দেশটির করোনা আক্রান্ত ৭৩ জন রোগীর ওপর পর্যবেক্ষণের পর এই ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা।

এই গবেষণার ওপর ভিত্তি করে এখন থেকে সিঙ্গাপুরে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেওয়া হতে পারে। বর্তমানে সিঙ্গাপুরে নেগেটিভ রেজাল্ট না আসা পর্যন্ত রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় না।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এই গবেষণাটি মূল্যায়ন করে দেখবে এবং পরবর্তীতে এটি রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে।

আরও পড়ুন : ভাইরাস ছাড়ানোর ব্যাপারে মুখ খুললেন উহান গবেষণাগারের পরিচালক

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৮ জন। মারা গেছেন ২৩ জন।

তথ্যসূত্র : ব্লুমবার্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড