• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পারমাণবিক পরীক্ষার ব্যাপারে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন! 

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে ২০২০, ১৭:৫৪
করোনা
ছবি : সংগৃহীত

১৯৯২ সালে যুক্তরাষ্ট্র প্রথম যে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল তার সম্ভাব্যতা খতিয়ে দেখতে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন।

এই জাতীয় পদক্ষেপের উপর কয়েক দশক ধরে চলা নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করে এটা করেছিল ট্রাম্প প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এ কথা জানায় ওয়াশিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্রে ১৫ মে বিভিন্ন জাতীয় সুরক্ষা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে হয়েছিল।

রাশিয়া ও চীন ভূগর্ভস্থ পারমানবিক পরীক্ষায় তথাকথিত 'জিরো ইল্ড' লঙ্ঘনের অভিযোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তবে উভয় দেশ বিষয়টি (পারমানবিক পরীক্ষা) অস্বীকার করেছে।

মার্কিন প্রশাসনের একটি সূত্র জানায় যে, এই পদক্ষেপের মাধ্যমে তিনটি দেশের অস্ত্রাগার নিয়ন্ত্রণের জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তির আলোচনায় কার্যকর হতে পারে।

চীনের উপর ওয়াশিংটনের দ্বারা নতুন এসটিআরটি চুক্তির একটি আপডেট সংস্করণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হবে।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার বিষয়ে প্রথম পদক্ষেপ ২০১৩ সালে নেয়া হয়েছিল।

সে সময় নাম প্রকাশ না করা জাতীয় পারমাণবিক সুরক্ষা প্রশাসনের এক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন যে. 'রাজনৈতিক উদ্দেশ্যে' পারমাণবিক পরীক্ষার সম্ভাব্যতা পরিচালিত হতে পারে। সূত্র : দ্য স্পূটনিক

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড