• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনাকে সঙ্গী করেই বাঁচতে শিখতে হবে : ইমরান খান

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে ২০২০, ০৮:৫০
ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : সংগৃহীত)

নোভেল করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝে লকডাউন চালানোর মতো পরিস্থিতি নেই পাকিস্তানের। এ জন্য লকডাউন পরিস্থিতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আর সেই সিদ্ধান্তের পক্ষ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, করোনা চলে যাওয়ার মতো ভাইরাস নয়। এটি আরও থাকবে। তাই করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে।

দরিদ্রদের সুবিধার্থে গণপরিবহন আবার চলাচল করার অনুমতি দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়ে তিনি বলেন, ফেডারেল সরকার বিষয়টি নিয়ে প্রদেশ সরকারের সঙ্গে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ১৫০ মিলিয়ন পাকিস্তানবাসী করোনার কারণে ধুঁকছে। শুক্রবারই (১৫ মে) পাকিস্তানের বিভিন্ন প্রদেশের প্রশাসকদের স্থানীয়ভাবে পরিবহন পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। মিডিয়ার সামনে ইমরান বলেন, আমেরিকা, চীন ও ইউরোপের দেশগুলোর মতো টানা লকডাউন চালানোর ক্ষমতা পাকিস্তানের নেই। দেশের আর্থিক বৃদ্ধির ওপরে বিশাল প্রভাব ফেলছে লকডাউন।

এ দিকে, পাকিস্তানে এখন পর্যন্ত ৩৮,২৯২ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখনও পর্যন্ত ৮২১ জন মারা গিয়েছেন।

আরও পড়ুন : করোনা ভাইরাস শনাক্তে যুক্তরাষ্ট্রের অভিনব মাস্ক

ইমরান খান বলেন, তিন মাস লকডাউনে রাখলে যদি করোনাকে হারানো যায় তাহলে আমরা লকডাউনের দিকেই এগোবো। তবে নিশ্চয়তা চান তিনি।

ইমরান খান আরও বলেন, বিজ্ঞানীরা বলেছেন- এই বছর কোনো ভ্যাকসিন (করোনার ভ্যাকসিন) আসছে না। তাই করোনা নিয়ে আমাদের বাঁচতে হবে।

তথ্যসূত্র: পাকিস্তান ট্রিবিউন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড