• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার বিষাক্ত ছোবলে ব্রিটেনে বৃদ্ধাশ্রমে মৃত্যুর মিছিল

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে ২০২০, ২০:১২
বৃদ্ধাশ্রমে মৃত্যু
করোনার বিষাক্ত ছোবলে ব্রিটেনে বৃদ্ধাশ্রমে মৃত্যুর মিছিল (প্রতীকী ছবি)

বিশ্বব্যাপী রীতিমতো তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই মরণব্যাধি ইউরোপের যেসব দেশে বিষাক্ত ছোবল বসিয়েছে তার মধ্যে ব্রিটেন অন্যতম। এরই মধ্যে ব্রিটেনের ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতে (কেয়ার হোম) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সে এর এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সরকারের তথ্যের উপর ভিত্তি করে এ হিসাব করা হয়েছে বলে জানা গেছে।

সমীক্ষায় জানা গেছে, করোনা ভাইরাসে আট সপ্তাহে (১ মে পর্যন্ত) ব্রিটেনে মারা গেছে ৩৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতে ২০ হাজার জন মারা গেছে।

তবে এই সংখ্যার মধ্যে স্কটল্যান্ডের মৃত্যুর হিসাব নেই। করোনা আক্রান্ত বহু রোগী যারা কেয়ার হোম থেকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মারা গেছে তাদেরকেও এই হিসাবের মধ্যে আনা হয়নি।

আরও পড়ুন : জাপানের ২ ওষুধেই করোনা বাজিমাতের আশা

প্রসঙ্গত, ব্রিটেনে করোনা ভাইরাসের মহামারিতে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে যা ইউরোপে যেকোনো দেশের চেয়ে বেশি। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা ভাইরাস মোকাবেলার কৌশল এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র : রয়টার্স, পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড