• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাইমস স্কয়ারে ট্রাম্প ডেথ ক্লক

  আন্তর্জাতিক ডেস্ক

১২ মে ২০২০, ২০:২৪
যুক্তরাষ্ট্র
ট্রাম্প ডেথ ক্লক (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে ট্রাম্পের নামে মৃত্যুঘড়ি চালু করা হয়েছে। সেখানে লেখা, ‘ট্রাম্প ডেথ ক্লক’। এই ঘড়িতে ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনাজনিত সংকটের কারণে নিহতদের সংখ্যা প্রকাশ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭৯৫ জনের। বিশেষজ্ঞরা বলছেন, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণার আরও এক সপ্তাহ আগে থেকে ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ মৃত্যু এড়ানো যেত। এ ৬০ শতাংশ মৃত্যু এড়ালে এখন পর্যন্ত বেঁচে যেত অন্তত ৪৮ হাজার প্রাণ।

আর এই সংখ্যারই দেখা মিলছে ট্রাম্পের নামে এ ‘মৃত্যু ঘড়িতে’। এ সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে মজুরিসহ আরও চার মাস ছুটি

টাইমস স্কয়ার ভবনের এই বিলবোর্ডটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক ইউজিনি জারেকি। মঙ্গলবার ট্রাম্প ডেথ ক্লকে মৃতের সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৫৮৬। অর্থাৎ তাদের মতে, গত ১৬ মার্চ যুক্তরাষ্ট্রে ব্যবস্থা গ্রহণের এক সপ্তাহ আগেই যদি ব্যবস্থা নেওয়া নেওয়া হতো, তাহলে এ সংখ্যক প্রাণ বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড