• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হিন্দু সংখ্যাগরিষ্ঠ হবে কাশ্মীর, ঘোষণা অমিত শাহের!

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২০, ২১:৫৮
amit

বর্তমান বিজেপি সরকারের আমলে ভারতে হিন্দু মুসলিম সম্পর্ক এক ঘৃণিত পর্যায়ে অবস্থান করছে। সংবিধান পরিবর্তন করে মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীরের মর্যাদা লোপ করা হয়েছে। এর নাটের গুরু হিসেবে বরাবরই চিহ্নিত করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার বিশ্বস্ত সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয় অমিত শাহের বরাত দিয়ে একটি উক্তি। যা নতুন করে শঙ্কার কথা জানান দিচ্ছে মুসলিম অধিবাসীদের জন্য।

মুসলিম অধ্যুষিত নয়, হিন্দু প্রধান হতে চলেছে কাশ্মীর। এমনই দাবি নাকি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টের অংশ উল্লেখপূর্বক শেয়ার করে এমনই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে ১ এপ্রিলের ওই খবরের স্ক্রিনশট।

তবে ভাইরাস স্ক্রিনশট আসলে মিথ্যা। এমন কোনও রিপোর্ট ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্পাদক টুইট করে খবরটি ভুয়া বলে জানিয়েছেন।

এছাড়াও এই বিষয়ে টুইট করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনিও জানিয়েছেন, খবরটি ভুয়া।

উল্লেখ্য, কাশ্মীরকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও বিবৃতি দেননি। কোনও জনসভা থেকেও এমন দাবি তোলেননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড