• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করল পাকিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল ২০২০, ১৫:৫৮
কোয়াডকপ্টার
ছবি : সংগৃহীত

আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় একটি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে প্রতিবেশী পাকিস্তান। বৃহস্পতিবার শঙ্খ জেলায় এই ঘটনাটি ঘটেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নজরদারি করতে পাকিস্তানি ভূখণ্ডের ৬০০ মিটারের মধ্যে কপ্টারটি ঢুকে পড়েছিল।-খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের

কাজেই ভারতীয় আগ্রাসনের জবাব দিয়ে তাদের কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানি বাহিনী জানায়, ভারতীয় সেনাবাহিনীর এই অন্যায় কার্যক্রমে দুই দেশের মধ্যকার আকাশ চুক্তির চরম লঙ্ঘন ঘটেছে। ২০০৩ সালের অস্ত্রবিরতি সমঝোতার লঙ্ঘনেরই প্রতিফলন এটি।

সামরিক সূত্রের বরাতে ডন জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি চৌকির ছবি আকাশ থেকে তুলতে কোয়াডকপ্টার ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। গোলাবর্ষণের আগে লক্ষ্যবস্তু নির্ধারণ ও গোয়েন্দা তথ্য জড়ো করতে এই কপ্টার কাজে লাগায় তারা।

এর আগে গত বছরের ১৬ মার্চ একটি ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তান।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড