• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বে ভাইরাস ছড়িয়েছে চীন, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল ২০২০, ২০:৪৭
মার্কিন সিনেট
মার্কিন সিনেটের প্রভাবশালী সদস্য ও বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী ভয়াল আগ্রাসন চালানো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য চীনকে দায়ী করা হচ্ছে। কাজেই এর ক্ষতি চীনকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটের প্রভাবশালী সদস্য ও বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘বিশ্বের এই ক্ষয়ক্ষতির জন্য চীন দায়ী। তারা এই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।’

গ্রাহাম বলেন, ‘বিশ্বের এই তৃতীয় মহামারি চীনের কাঁচাবাজার থেকে এসেছ। যেখানে তারা বাদুর ও বানর বিক্রি করে। যেগুলো এই ভাইরাস বহন করে।’

মার্কিন এই সিনেটের দাবি করেন, এই ক্ষতির জন্য বিশ্বের উচিত চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া।

আরও পড়ুন : স্পেনে আবারও মৃত্যুর মিছিল, যোগ হলো আরও ৭৪৩ প্রাণ

গ্রাহাম আরও বলেন, চীনকে উপর থেকে নীচ পর্যন্ত দেখতে হবে। পাশাপাশি আমাদের চিকিৎসা সরবরাহের চেইনটি ফিরে পেতে হবে।

এ দিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ লাখ ৬৭ হাজার ৬৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে দেশটিতে মারা গেছেন ১০ হাজার ৯৪৩ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড