• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল ১০ হাজার ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল ২০২০, ০২:৩২
করোনা
ছবি : সংগৃহীত

করোনা ভাইরাসে (কোভিড-১৯) মর্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল ১০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার (০৬ এপ্রিল) আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার। এরমধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।

গত রবিবার (০৫ এপ্রিল) রাতে মার্কিন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ৬৩৩।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ছাড়াও বর্তমানে লুইজিয়ানা করোনা ভাইরাস সংক্রমণের অন্যতম নতুন কেন্দ্র হয়ে উঠেছে। ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৫শ’ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। বৃহস্পতিবারের মধ্যে এ অঙ্গরাজ্য ভেন্টিলেটর সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন গভর্নর।

এছাড়া পেনসিলভেনিয়া, কলোরাডো অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি শহরেও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড