• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে স্বস্তি ফিরছে স্পেনে 

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ২২:১৩
করোনা
ছবি : সংগৃহীত

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা টানা চতুর্থ দিনের মতো কমেছে। এতে দেশটি করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ পর্যায় পার করেছে বলে আশা করা হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) স্পেনে ৬৩৭ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার পেরিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত ২৪ মার্চ থেকে প্রায় দু’সপ্তাহে স্পেনে সোমবারে মারা যাওয়ার ওই সংখ্যা সবচেয়ে কম।

এর আগের দিন অর্থাৎ, রোববারই মৃতের সংখ্যা ছিল ৬৭৪ জন। এরও আগে গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৯৫০ জনের।

স্পেনের জনগণ তিন সপ্তাহের বেশি সময় ধরে কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে।দেশটিতে লকডাউনের সময় বাড়ানো হয়েছে এপ্রিলের শেষ পর্যন্ত।

স্পেনে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৩৫,০০০ জন। ইউরোপে এ সংখ্যা সর্বোচ্চ।তবে দেশটিতে এখন নতুন আক্রান্তের সংখ্যা কমছে।

স্পেনের কর্মকর্তারা বলছেন, তারা রোগের লক্ষণ নেই এমন মানুষদেরকেও করোনাভাইরাস পরীক্ষার আওতায় আনার পরিকল্পনা করেছেন।

“স্পেনে ধীরে ধীরে লকডাউন তুলে দেওয়ার জন্য কারা কারা করোনাভাইরাস আক্রান্ত সেটি জানা জরুরি” বলে মত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আরাঞ্চা গঞ্জালেজ।

ইউরোপে ইতালি, ফ্রান্স ও জার্মানিসহ করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত দেশগুলোতে মৃত্যুহার এখন কমে আসতে থাকায় সামাজিক দূরত্বের মতো পদক্ষেপ কোভিড-১৯ সংক্রমণ কমিয়ে আনতে সহায়ক হচ্ছে বলেই আশা জাগছে।

সোমবারের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন ৪ হাজার ২৭৩ আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫,০৩২ জনে।

যুক্তরাষ্ট্রের পর স্পেনেই এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর মৃতের সংখ্যাতেও বিশ্বে ইতালির পরই আছে স্পেন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড