• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোদির করোনা কর্মসূচিতে গুলি করলেন বিজেপি নেত্রী (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ১৯:৪৩
মঞ্জু তিওয়ারি
লরামপুরের বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমবাতি প্রজ্বলন কর্মসূচি নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল।

এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন উত্তরপ্রদেশের বলরামপুরের এক বিজেপি নেত্রী।

রবিবার (৫ এপ্রিল) রাতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি চলাকালে শূন্যে গুলি ছোঁড়ে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন বলরামপুরের বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি।

এদিন রাত ৯টার দিকে রিভলভার থেকে আকাশের দিকে তাক করে গুলি ছুঁড়েন তিনি।আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর পরই এ নিয়ে বিতর্ক শুরু হয়।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, স্বামীর লাইসেন্স করা রিভলবার থেকে শূন্যে গুলি ছোঁড়েন মঞ্জু। তার ভিডিও ক্যামেরাবন্দি করে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে গেলে তাকে কটাক্ষ করে সমালোচনার ঝড় বয়ে যায়।

রিটুইটে একের পর এক তির্যক মন্তব্য জমা পড়তে থাকে। অনেকেই বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসকে নিয়ে তামাশায় মেতেছেন বিজেপি সরকার ও দলটির নেতারা। কেউ কী প্রশ্ন ছুঁড়েন, মোদি কি রাত নয়টায় আকাশে গুলি ছুঁড়ে একাত্বতা প্রকাশ করতে বলেছেন?

নেটিজেনদের অনেকেই ওই নেত্রীকে তিরস্কারের ছলে বলেন, ইনি গুলি করে করোনা মারতে চাইছেন?

নেটিজেনদের তোপের মুখে শেষমেশ এ কর্মের জন্য ক্ষমা চান মঞ্জু তিওয়ারি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড