• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক বছর বেতন নেবেন না ভারতের সাংসদ-মন্ত্রীরা

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ১৮:২৮
ভারত
ছবি : সংগৃহীত

ভারতে আগামী একবছর ৩০ শতাংশ বেতন নেবেন না প্রধানমন্ত্রীসহ সব সাংসদ, রাষ্ট্রপতি এবং রাজ্যপালরাও। করোনাভাইরাস মোকাবিলা এবং অর্থনৈতিক বিপর্যয় সাম‌লাতে তারা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন।

সাংসদদের ভাতা ও পেনশনও এক বছরের জন্য ৩০ শতাংশ কাটার সিদ্ধান্ত হয়েছে। এই অর্থ যাবে প্রধান‌মন্ত্রীর ত্রাণ তহবিলে।

সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

এনডিটিভি জানায়, বেতন কাটা শুরু হবে এপ্রিল থেকেই। বেতনের এই অংশ দেশটির কনসোলিডেটেড ফান্ডে জমা হবে। করোনাভাইরাস মোকাবেলায় তা ব্যয় হবে।

পাশাপাশি এও সিদ্ধান্ত হয়েছে যে, দু’বছরের জন্য অর্থাৎ, ২০২২ সাল পর্যন্ত সাংসদ উন্নয়ন তহবিলের অর্থও প্রধানমন্ত্রীর তহবিলে জমা পড়বে।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর এ বৈঠক ডাকা হয়। ভাষণে প্রধানমন্ত্রী সবাইকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড