• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার পর খাদ্য সংকটে পড়বে বিশ্ব!

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল ২০২০, ১৩:৪২
খাদ্য বিতরণ

বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে চলছে লকডাউন। কিন্তু লকডাউনের সময় নিশ্চিত করে বলতে পারছে কোন দেশই। তাই দেশে দেশে বিত্তবান নাগরিকেরা আতংকে নিজেদের বাড়িতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি খাদ্যসামগ্রী মজুত করে রাখছেন। এর ফলেই বিশ্ব জুড়ে খাদ্য সরবরাহে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছে জাতিসংঘ।

করোনা পরিস্থিতি নিয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আপাতত গোটা বিশ্বের কোনও প্রান্তে খাদ্য জোগানের কোনও অভাব নেই। কিন্তু লকডাউন পর্ব যদি বাড়ানো হয়, আর বিত্তশালী খাদ্য সরবরাহকারীরা যদি আতঙ্কে অতিরিক্ত খাদ্য মজুত করতে শুরু করেন, তা হলে অদূর ভবিষ্যতে খাবার পাবেন না দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষ।

এই রিপোর্টে আরও বলা হয়, বিশেষ করে পশ্চিম এশিয়া ও আফ্রিকার গরিব দেশগুলি এতে প্রবল সমস্যায় পড়বে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয়, সে জন্য সব দেশের সরকারকে খাদ্যসামগ্রী সরবরাহে কড়া নজরদারি রাখার অনুরোধ করা হয়েছে রিপোর্টে। খাবার নিয়ে যাতে কোনও ধরনের কালোবাজারি না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড