• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিধ্বস্ত ইটালিতে বারান্দা থেকে ঝুলছে ঝুড়ি!

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল ২০২০, ১৩:১৪
ইতালি করোনা

করোনার প্রকোপে কাঁপছে ইউরোপ। বেশি সমস্যায় পড়েছেন গরিব মানুষগুলো। তাদের খাবার জুটছে না প্রায়ই। এ বার তাদের সাহায্য করতে এগিয়ে এলেন ইটালির নেলসসের স্থানীয়রা।

দক্ষিণ ইটালির নেপলসে দেখা গিয়েছে এক অন্যরকম দৃশ্য। সেখানে বারান্দা থেকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুড়ি। আর তার সঙ্গে কাগজে লিখে রেখেছে খুদে বার্তা। কাগজে লেখা, যদি পারেন কিছু রেখে যান, না পারলে নিয়ে যান। ঝুড়িগুলিতে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য রাখা থাকছে।

আসলে নেপলসে যাদের খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছে, তাদের জন্য স্থানীয়রা এমন ব্যবস্থা করছেন। সেখানে অন্য কেউ চাইলে খাবার রেখে সাহায্যও করতে পারেন। আর যাদের খাবারের প্রয়োজন, তারা নিয়ে যেতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় এমন খাবারের ঝুড়ি ঝুলিয়ে রাখার বেশ কয়েকটি ছবি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কেউ কেউ ঝুড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছেন। ঝুড়িতে, পাস্তা, রুটি-সহ বিভিন্ন রকম খাবার রেখে দিচ্ছেন স্থানীয়রা।

করোনাভাইরাসের প্রকোপে গোটা ইটালিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজারের উপরে। আর ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড