• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত্যুর রেকর্ড দেখল বিশ্ব

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল ২০২০, ২২:৩৩
বিশ্ব রেকর্ড
মৃত্যুর বিশ্ব রেকর্ড (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের মহামারিতে এক দিনে মৃত্যুর নতুন বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪৮০ জনের। বিশ্ব জুড়ে এদিন নতুন করে মৃত্যু হয়েছে সাত হাজারেরও বেশি মানুষের। এটাও এক দিনে মৃত্যুর রেকর্ড। এখন পর্যন্ত পৃথিবীর ১৮১টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এই ভাইরাসে দুনিয়া জুড়ে আক্রান্ত হয়েছে ১১ লাখ ৪০ হাজার ৩২৭ জন। মৃত্যু হয়েছে ৬০ হাজার ৮৮৭ জনের।

দুনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৮ হাজার ৫৩৭ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ১৫৯ জনের।

তবে এই মহামারিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে ১৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেখানে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ।

ইতালির পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। সেখানে ১১ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজারেরও বেশি মানুষ।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড