• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ হাজার ছাড়াল স্পেনে মৃতের সংখ্যা

  আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল ২০২০, ১৭:৪৮
১০ হাজার ছাড়াল
স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল (ছবি : সংগৃহীত)

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমণে ৯৫০ জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে ইউরোপের দেশ স্পেনে। এর মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩ জনে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইতালির পর স্পেনই প্রথম দেশ, যাদের ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১০ হাজার পার হয়েছে।

সংবাদে জানানো হয়, ভাইরাস সংক্রমণে দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ১শ ২জন আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে স্পেনে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্য দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২শ ৩৮জনে।

৩১ জানুয়ারি স্পেনে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের পর দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৭৩ জন।

২০১৯ সালের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ দেখা যায়। বৃহস্পতিবার পর্যন্ত ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মোট ৯ লাখ ৫০ হাজার ৭১৩ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ভাইরাস সংক্রমণে ৪৮ হাজার ৩১১জন মারা গেছেন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড