• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে মারাই গেল ফিলিস্তিনের সেই কিশোর

  আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল ২০২০, ১৫:১২
মোহাম্মদ হামায়েল
মোহাম্মদ হামায়েল (ছবি : সংগৃহীত)

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে আহত ইসলাম দাউয়িকাত নামের এক তরুণ শহীদ হয়েছেন।

ইসরাইলি সেনাদের গুলিতে আহত হওয়ার পর কয়েক সপ্তাহ ভুগে ২২ বছর বয়সী এ তরুণ গতকাল (বুধবার) ইন্তেকাল করেন।

গত ১১ মার্চ পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইল সেনারা ওই তরুণকে গুলি করে মারাত্মক আহত করেছিল। আহত হওয়ার পর ইসলাম দাউয়িকাত কোমায় ছিলেন এবং গতকাল তাকে মৃত ঘোষণা করা হয়।

ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের মাউন্ট আল-আরমা নামের একটি ফিলিস্তিনি এলাকা দখল করে নেয়। এর প্রতিবাদ জানাতে নাবলুস শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দাউয়িকাত।

মিছিলে ইসরাইলের বর্বর সেনারা তাজা গুলি চালায় এবং টিয়ারগ্যাস ছোঁড়ে। ওইদিনই ১৫ বছর বয়সী মোহাম্মদ হামায়েল এই নামে এক কিশোর শহীদ হন। এছাড়া অনেকেই আহত হয়েছিলেন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড