• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার ভয়ঙ্কর রুপ: ভাইরাস আছে শরীরে, নেই উপসর্গ

  আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল ২০২০, ১৫:০৪
চীনের সাংহাই

উপসর্গই নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিহ্নিত করার সবথেকে সহজ উপায়। সব দেশেই এভাবেই মোকাবিলা করছে ভাইরাসের। চিনের পরিস্থিতি এখন কিছুটা হলেও স্বাভাবিক হলেও নতুন মাথাব্যথা উপসর্গহীন আক্রান্তরা!

অর্থাৎ যে সমস্ত আক্রান্তদের শরীরে ভাইরাস রয়েছে কিন্তু কোনও উপসর্গ নেই। চিনা প্রশাসনের হিসেব বলছে, বর্তমানে তাদের দেশে এমন আক্রান্তের সংখ্যা প্রায় ১৪০০। দিন দিন তা বাড়ছেই। এই আক্রান্তদের অধিকাংশই বিদেশ থেকে আসা বলে জানিয়েছে বেইজিং।

চীনের উহান থেকেও লডকাউন উঠতে শুরু করেছে এবং কাজে ফেরার প্রস্তুতি চলছে। সেক্ষেত্রে, এই উপসর্গহীন আক্রান্তদেরও নতুন চিন্তায় চীন। এমনটা হলে নতুন করে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি আঁচ করেই জিনপিং প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে এ বার তারা উপসর্গহীন আক্রান্তদের সংখ্যাও প্রকাশ করবে এবং এই আক্রান্তদের ক্ষেত্রেও ১৪ দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড