• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানে ৩ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

  আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ২০:৩২
ইরান
ইরানে একদিনে নতুন করে আরও ১৩৮ জন আক্রান্ত (ছবি : সংগৃহীত)

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৩৬ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরা।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, ‘গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনের মৃত্যু ছাড়াও নতুন করে ২ হাজার ৯৮৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, দেশে এখন মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৫৯৩ জন। আক্রান্তদের মধ্যে ১৫ হাজার ৪৭৩ জন সুস্থ হয়েছেন। এছাড়া প্রায় তিন হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব শুরুর পর করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৮৩২৫। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৩ হাজার ২৭১ জনের। এছাড়া ১ লাখ ৮৪ হাজার ৫৮৮ জন সুস্থ হয়েছেন।

আক্রন্তের দিক দিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র। সেখানে ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু ৪ হাজার ৫৬ জনের। তবে মৃত্যুর দিক দিয়ে সবার উপরে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজারের বেশি। এছাড়া স্পেনেও মৃত্যুর সংখ্য ৯ সহস্রাধিক।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড