• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজের সাত মাসের বেতন দান করলেন এরদোয়ান

  আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২০, ১৩:৩০
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান (ছবি : সংগৃহীত)

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান নিজের সাত মাসের বেতন দান করার মধ্য দিয়ে ‘ন্যাশনাল সলিডারিটি ক্যাম্পেইন’ নামে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি তহবিল গঠন করেছেন।

সোমবার (৩০ মার্চ) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এরদোয়ান এই তহবিল গঠনের ঘোষণা দেন। দেশটির নিম্নআয়ের ও দুস্থ মানুষকে সাহায্যের জন্য এই তহবিল গঠন করা হয়েছে।

এরদোয়ান বলেন, নিজের সাত মাসের বেতনের অর্থ দিয়ে আজ আম এই ক্যাম্পেইন শুরু করলাম। এই ক্যাম্পেইনে মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা ৫২ লাখ লিরার বেশি অনুদান দিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে নেয়া কার্যক্রমে যে নিম্নআয়ের মানুষেরা সবচেয়ে বেশি ভুগছেন তাদের সাহায্য-সহযোগিতার জন্য এই তহবিল গঠন করা হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, দেশের বিদ্যমান হাসপাতালগুলো আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন হাসপাতাল তৈরি করা হচ্ছে। এই বছর শেষ হওয়ার আগে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই আমরা।

তুরস্কে এখন পর্যন্ত ১০ হাজার ৮২৭ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এদের মধ্যে মারা গেছেন ১৬৮ জন। সুস্থ হয়েছেন ১৬২ জন।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড