• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের করোনা অন্য দেশের থেকে আলাদা!

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ ২০২০, ২১:৪০
পাকিস্তানি বিজ্ঞানী ড. আতাউর রহমান
পাকিস্তানি বিজ্ঞানী ড. আতাউর রহমান

পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারের কাছাকাছি। নতুন সংক্রমিত হয়েছে অন্তত ১৯৭ জন। আর নতুন ৫ জন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬। এ সময়ে পাক বিজ্ঞানীর করোনা নিয়ে নতুন তথ্যে একটু বিভ্রান্তিকর পরিস্থিতিই সৃষ্টি করেছে গোটা বিশ্বে।

পাকিস্তানি বিজ্ঞানী ড. আতাউর রহমানের দাবি, পাকিস্তানে পাওয়া করোনা ভাইরাসের ক্রোমোজোম অন্য করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী নয়।

জিও পাকিস্তানকে এ বিজ্ঞানী বলেছেন, 'চীনে যে ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে তার চেয়ে পাকিস্তানে পাওয়া করোনাভাইরাসের ক্রোমোজোম আলাদা।'

করাচি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সের জামিলুর রহমান সেন্টার ফর জেনোমা রিসার্চের গবেষণা প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন ড. আতাউর।

পাকিস্তানের প্রদেশগুলোর মধ্যে ৬৩৮ জন আক্রান্ত নিয়ে শীর্ষে আছে পাঞ্জাব, এরপর ৫০২ জন আক্রান্ত নিয়ে দ্বিতীয় অবস্থান সিন্ধু, খাইবার পাখতুনখোয়ায় আক্রান্ত ১৯২ জন, বেলুচিস্তানে ১৪১ জন, রাজধানী ইসলামাবাদে ৫১ জন, গিলগিট-বালতিস্তানে ১২৮ জন ও আজাদ কাশ্মীরে আক্রান্ত ছয় জন বলে জানিয়েছে ডন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড