• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার তাণ্ডবের মধ্যে ইয়েমেনে সৌদি জোটের তাণ্ডব

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ ২০২০, ১২:৩০
ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট
ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট (ছবি : সংগৃহীত) 

বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের তাণ্ডব। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা।

এ পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৭১২ জন। মারা গেছেন ৩৭ হাজার ৮১৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৬৫ হাজার ৬০৬ জন। বর্তমানে বিশ্বের ২০০ অধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

সারা বিশ্বে যখন এই অবস্থা, আর এর মধ্যেই ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। ইয়েমেনের রাজধানী সানায় এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

এতে অন্তত একজন নিহত আহত হয়েছেন। আহত হন আরও কয়েকজন। ইরানের টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ কথা জানিয়েছে।

জানা গেছে, ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট ভবন ও সামরিক ঘাঁটিসহ বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনায লক্ষ্য করে সৌদি জোট বিমান হামলা চালায়।

সম্প্রতি ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে এবং দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর দুদিন পর সৌদি জোট এই বিমান হামলা চালাল।।

প্রসঙ্গত সৌদি আরবে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২০৩ জনে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড