• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার 'বন্দি' নেতানিয়াহু, 'মুক্তি' পেলেন প্রিন্স চার্লস

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২০, ২৩:৩১
বেঞ্জামিন নেতানিয়াহু
বেঞ্জামিন নেতানিয়াহু

করোনা ‌আতংকে ধুঁকছে গোটা পৃথিবী। আর একই কারণে এবার স্বেচ্ছা আইসোলেশনে গিয়ে নিজেকে বন্দি রাখছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংসদে এক সহকারী করোনায় আক্রান্ত। এমন খবরেই স্বেচ্ছা আইসোলেশনের সিদ্ধান্ত নেন নেতানিয়াহু। ১৫ মার্চ একবার পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবু ঝুঁকি না নিয়ে মঙ্গলবার ফের করোনা পরীক্ষা করাবেন ঠিক করেছেন। ইজরায়েল সংবাদমাধ্যমের খবর, গত সপ্তাহে পার্লামেন্টের অধিবেশনে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতানিয়াহু। তখন অধিবেশনে ছিলেন করোনায় আক্রান্ত ওই সাংসদ। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি।

এদিকে সাতদিন পর স্বেচ্ছা আইসোলেশনের বন্দিদশা থেকে বাইরে এলেন ব্রিটেনের প্রিন্স চার্লস। তাঁর মুখপাত্র জানিয়েছেন এখন ভাল আছেন তিনি। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হন ৭১ বছরের যুবরাজ। তারপরই স্কটল্যান্ডে স্বেচ্ছা আইসোলেশনের সিদ্ধান্ত নেন। সেখান থেকেই যাবতীয় কাজকর্ম করছিলেন। চিকিৎসকদের পরামর্শ মেনে স্বেচ্ছা আইসোলেশন থেকে বের হলেন।

করোনার ভয়াল থাবা এখন ইউরোপের প্রায় সব দেশেই। ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্সের হাসপাতালগুলিতে রোগীদের উপচে পড়া ভিড়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড