• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুসলিম বৃদ্ধার কাণ্ডে ভারতে ইসলামের জয়গান

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ ২০২০, ২২:১৬
হজ

করোনা মোকবিলায় গোটা দেশের জন্য 'পিএম কেয়ারস' নামে ত্রাণ তহবিল খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ত্রাণ তহবিলে সিনেমা ব্যক্তিত্ব থেকে ক্রিকেটার থেকে সাধারণ মানুষ। কিন্তু জম্মু ও কাশ্মীরের এক মুসলিম বৃদ্ধা যা করলেন, তাতে অবাক হয়েছেন অনেকেই। হজে যাবেন বলে দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন ওই মহিলা। কিন্তু করোনার বিরুদ্ধে লড়তে তিনি সিদ্ধান্ত নেন, হজে যাওয়া কখনও হলে হবে। কিন্তু আপাতত মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাই হজে যাওয়ার সঞ্চিত অর্থের পুরোটাই তিনি দান করে দিলেন মানবতার আবদারে।

খালিদা বেগম নামে ৮৭ বছরের এই বৃদ্ধা নিজের সঞ্চিত অর্থের পুরোটাই দিয়েছেন হিন্দুত্ববাদী আরএসএস-এর শাখা সংগঠন সেবা ভারতীকে। খালিদা বলেন, 'দীর্ঘদিন ধরেই সেবা ভারতীর কাজ দেখেছি। জানি ওরা কেমন কাজ করে, তাই গরিব কাশ্মীরিদের সাহায্য করার জন্য ওদের হাতেই টাকা তুলে দিয়েছি।'

খালিদা বেগমের বাবা একসময় জম্মু-কাশ্মীরে জনসংঘের পদেও ছিলেন। ফলে ছোটবেলা থেকেই আরএসএস-এর কাজের সঙ্গে পরিচিতি হয় খালিদার। নিজেও যুক্ত ছিলেন নানা কাজে। ফলে প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন অবস্থায় আরএসএস কীভাবে কাজ করে, তা খালিদা জানেন বলেই জানিয়েছেন। সেই জন্যই হজে যাওয়ার টাকা তিনি তুলে দিলেন সেবা ভারতীর হাতে।

আরএসএস-এর তরফ থেকেও বলা হয়েছে, খালিদা বেগমের এই অবদান ভোলা যাবে না। কাশ্মীরের গরিব মানুষের জন্য তিনি পাঁচ লক্ষ টাকা দান করেছেন। আমরা তাঁর ভরসা ও ইচ্ছার সম্পূর্ণ মর্যাদা রাখব।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড