• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা জয়ের গল্প ভাইরাল করুন : মোদি

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১৭:৪০
নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি : সংগৃহীত)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, টানা ২১ দিনের লকডাউনে সৃষ্ট পরিস্থিতিতে ‘কঠোর সিদ্ধান্তের’ জন্য জাতির কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে করোনা ভাইরাসের মোকাবিলায় এটাই একমাত্র পথ।

রবিবার (২৯ মার্চ) সকালে মাসিক রেডিও বক্তৃতা ‘মন কি বাত’-এ মোদি করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে যাওয়া দু’জনের সঙ্গে কথা বলেন।

হায়দরাবাদের এক তথ্যপ্রযুক্তি কর্মী ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়ার গল্প শোনান। পরে এই লড়াইয়ের কাহিনী ‘ভাইরাল’ করার আহ্বান জানান নরেন্দ্র মোদি।

সদ্য করোনার প্রকোপ থেকে মুক্ত হওয়া ওই কর্মী প্রধানমন্ত্রীকে বলেন, তিনি যখন প্রথম এই রোগে আক্রান্ত হন তখন তা ভারতে মাত্র ছড়াতে শুরু করেছে। প্রথমে তিনি এ কথায় বিশ্বাস করেননি।

তিনি জানান, দুবাইয়ে গিয়ে তিনি ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। শুরুতে তাই বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

হাসপাতালে গিয়েও প্রথমটায় তিনি মানিয়ে নিতে পারছিলেন না। কিন্তু চিকিৎসক, নার্স ও কর্মীদের সহায়তায় তিনি ভরসা পান। তবে তার পরিবারের লোকেরা উৎকণ্ঠায় ছিলেন।

পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে মোদির প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা খুবই উৎকণ্ঠায় ছিলেন। খুবই আতঙ্কিত ছিলেন। কিন্তু সৌভাগ্যবশত তাদের সবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সেটা একটা বড় স্বস্তির বিষয় ছিল।

এ সময় মোদি তাকে বলেন, আপনি তথ্যপ্রযুক্তিতে রয়েছেন। একটি অডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এটাকে ভাইরাল করে দিন। যাতে মানুষ আতঙ্কিত না হয়ে বুঝে নিতে পারেন কীভাবে এর মোকাবেলা করতে হবে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড