• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

লকডাউনে বন্ধ দেশ, ২০০ কি.মি. হেটে যুবকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১৬:১৪
২০০ কিলোমিটার হাঁটা
টানা ২০০ কিলোমিটার হাঁটার পর তার আর বাড়ি ফেরা হয়নি (ছবি : সংগৃহীত)

লকডাউনের জেরে বন্ধ ট্রেন, বাসসহ সব যানবাহন। তাই হেঁটেই বাড়ি ফিরছিলেন এক যুবক। টানা ২০০ কিলোমিটার হাঁটার পর তার আর বাড়ি ফেরা হয়নি। রাস্তার মধ্যেই চলে গেছে প্রাণ।

ঘটনাটি ঘটেছে ভারতে। ৩৮ বছরের যুবক রণবীর সিংহের বাড়ি মধ্যপ্রদেশের মোরেনা জেলায়। দিল্লি থেকে দূরত্ব ৩০০ কিলোমিটারেরও বেশি।

দিল্লিতে তিনি একটি সংস্থায় ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করতেন। কিন্তু ভারতে লকডাউনের ঘোষণার পর থেকেই কাজ বন্ধ। পুলিশ ও পরিবার সূত্রে খবর, মাসের শেষ দিকে টাকা পয়সা তেমন হাতে ছিল না। আবার টাকা থাকলেও হোটেল, দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় খাবার জোগাড় করাই সঙ্কট হয়ে দাঁড়িয়েছিল রণবীরের কাছে। তাই হেঁটেই ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, তীব্র গরমে দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি আর শক্তিক্ষয়ের জেরে আগ্রার কাছে প্রথমে অসুস্থ হয়ে পড়েন রণবীর। স্থানীয় এক দোকানদার তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন। আবারও হাঁটতে শুরু করেন তিনি। কিন্তু বাড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তার মধ্যেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড