• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা হেলমেটে চেন্নাই পুলিশের সচেতনতা

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১৫:৫৭
ভারত
করোনা হেলমেট পড়ে সচেতনতা সৃষ্টি (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের সংক্রমণের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইতে পুলিশের সহযোগিতায় করোনা হেলমেট তৈরি করেছেন স্থানীয় এক শিল্পী।

ভাইরাসের বিস্তৃতি প্রতিহতে লকডাউনের সময়ে মানুষকে বাড়ির বাইরে আসা থেকে বিরত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনো হেলমেটের নকশাকার গৌতম বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না জনগণ। পুলিশ মানুষকে বাড়িতে রাখতে কাজ করছে। যাতে করোনাভাইরাস সংক্রমিত হতে না পারে।’

গৌতম আরও জানান, করোনাভাইরাসের কারণে বাইরে বের হওয়া যে বিপজ্জনক, সেটি বোঝাতেই তিনি এ ধরনের হেলমেট বানানোর পরিকল্পনা করেছেন। তিনি ভাঙা একটি হেলমেট ও কাগজ দিয়ে নকশা বানান। করোনা নিয়ে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান লিখে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন : শিগগিরই নিউ ইয়র্ক লক ডাউন : ট্রাম্প

এ ব্যাপারে এক পুলিশ কর্মকর্তা বলেন, অনেক মানুষকে সচেতন করতে করোনা হেলমেট বেশ কাজে দিচ্ছে। আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এরপরও মানুষ রাস্তায় নামছে। সে কারণে আমরা এ রকম করোনা হেলমেট বানিয়েছি। যাতে মানুষ সচেতন হতে পারে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড