• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা প্রতিহতে সুদের হার কমালো ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১৩:১৭
সুদের হার
ভারতের কেন্দ্রীয় ব্যাংক (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক ধস প্রতিহত করতে সুদের হার কমালো ভারতের কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানা যায়।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ঘরের ভেতর অবস্থান করছেন ভারতের প্রায় ১৩০ কোটি মানুষ। এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এখন লকডাউন। ফলে কোটি কোটি মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও বেকার হয়ে পড়েছে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার (রেপো রেট) ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে চার দশমিক চার শতাংশ করা হয়েছে। রিভার্স রেপো রেট করা হলো চার শতাংশ। সেই সঙ্গে তিন মাস ইএমআই নেওয়া স্থগিত করতেও বলা হয়েছে। এ পদক্ষেপের ফলে অর্থনীতিতে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকার যোগান বাড়বে। দেশটির মুদ্রানীতি কমিটির এক ভিডিও কনফারেন্সে এ সিদ্ধান্ত হয়।

‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘সুস্পষ্টভাবে যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এবং নেওয়া হচ্ছে এ ভাইরাস মোকাবিলা করার জন্য। এর প্রয়োজনেই গতানুগতিক ও ব্যতিক্রমী- দু’ ধরনের পদক্ষেপই নিতে হবে।’

আরও পড়ুন : দিল্লিফেরত শ্রমিকদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

ইতোমধ্যে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের নগদ অর্থ ও খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য ২২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড