• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রেসিডেন্ট আসাদকে ফোন করলেন আমিরাতের যুবরাজ 

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ ২০২০, ২২:০৭
বাশার আল-আসাদকে মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ানের ফোন
বাশার আল-আসাদকে মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ানের ফোন (ছবি : সংগৃহীত)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ান।

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যখন সিরিয়া বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে রয়েছে তখন আমিরাতের যুবরাজ প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ফোনে কথা বললেন।

শুক্রবার (২৮ মার্চ) এক টুইটার পোস্টে যায়েদ আল-নাহিয়ান বলেন, তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং দেশটিতে সম্ভাব্য করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর ব্যাপারে আবুধাবির পক্ষ থেকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী যখন মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে তখন সংযুক্ত আরব আমিরাতে পক্ষ থেকে সিরিয়ার প্রতি সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হলো। এর জবাবে প্রেসিডেন্ট আসাদ আবুধাবির যুবরাজকে ধন্যবাদ জানান।

সিরিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত পাঁচ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তবে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন : কোয়ারেন্টিন প্রত্যাহারের পর চীনের সেই হুবেইয়ে সংঘর্ষ

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সংকটে আরব আমিরাত কার্যত সন্ত্রাসীদের পক্ষ নেয়। এরপর এই প্রথম সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কোনো রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হলো।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড