• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানি বিজ্ঞানীদের পণবন্দি করেছে আমেরিকা

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ ২০২০, ১০:১৫
 ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
 ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার এই স্পর্শকাতর সময়ে আমেরিকা ইরানি বিজ্ঞানীদের পণবন্দি করেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

এমনকি ইরানসহ বিশ্বের বহু দেশ যখন করোনার প্রকোপ থেকে রক্ষার জন্য বন্দিদেরকে সাময়িক মুক্তি দিয়েছে তখন আমেরিকা অন্যায়ভাবে আটক ইরানি বন্দিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ মার্চ) জারিফ ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত একটি ছবি নিজের টুইটার পেজে তুলে ধরে লিখেছেন: “আমেরিকা ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানীকে কোনো অভিযোগ ছাড়া অথবা কথিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে পণবন্দি করেছে। এমনকি মার্কিন আদালত এসব বন্দির বিরুদ্ধে আনীত ভুয়া অভিযোগ বাতিল করে দেয়ার পরও তাদেরকে মুক্তি দেয়া হচ্ছে না।

ইরানি বিজ্ঞানীদেরকে আমেরিকার অপরাধী চক্রের বন্দিদের সঙ্গে ঠাসাঠাসি করে জেলখানায় থাকতে দেয়া হয়েছে বলেও জানান জারিফ। তিনি তার টুইটার বার্তায় ইরানি বিজ্ঞানীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড