• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ, আমেরিকার উস্কানিতে ক্ষুব্ধ চীন!  

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ ২০২০, ০৯:৫৯
ইউএসএস ম্যাকক্যাম্পবেল নামের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার
ইউএসএস ম্যাকক্যাম্পবেল নামের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার (ছবি : সংগৃহীত)

কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ তাইওয়ান প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আমেরিকার এ উস্কানিমূলক তৎপরতায় অবধারিতভাবে চীন ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সপ্তম নৌবহর এর পক্ষ থেকে বৃহস্পতিবার (২৬ মার্চ) জানানো হয়েছে যে, গতকাল বুধবার ইউএসএস ম্যাকক্যাম্পবেল নামের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে।

মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র অ্যান্থনি জাংকো দাবি করেন, আন্তর্জাতিক আইন মেনেই রুটিন অভিযানে তাদের যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে যায়। তিনি তার ভাষায় আরো বলেন, আন্তর্জাতিক আইন অনুসরণ করে আমেরিকা বিশ্বের যেকোনো জায়গায় বিমান কিংবা যুদ্ধজাহাজ পাঠাবে।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালী পার হওয়ার ঘটনাকে সমর্থন করে বলেছেন, স্পর্শকাতর পানিপথের এই অভিযান একটি সাধারণ ব্যাপার এবং এতে সতর্ক হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড