• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে করোনায় প্রথম মৃত্যু 

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ ২০২০, ১৮:০৩
করোনার থাবা
কাশ্মীরে করোনার থাবা (ছবি : সংগৃহীত)

দুনিয়ার কোণায় কোণায় হানা দিচ্ছে করোনা। রাজপথ থেকে ঘর, পার্লামেন্ট থেকে জেলখানা কোনো জায়গা বাঁচতে পারছে না এ ভাইরাসের ছোবল থেকে।

দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার কালো মেঘ। এতে আক্রান্ত হয়ে এই প্রথমবারের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে ভূস্বর্গখ্যাত কাশ্মীরে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বয়স ৬৫ বছর। সম্প্রতি তিনি এ অঞ্চলের ভাইরে থেকে ভ্রমণ করে ফেরেন।

স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল জানান,এই প্রথম কভিড-১৯-এ আক্রান্ত হয়ে কাশ্মীরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দুই দিন আগে ওই ব্যক্তির করোনা পিজিটিভ ধরা পড়ে।

মারা যাওয়া ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া আরও ৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানান রোহিত।

এদিকে ওই ব্যক্তির মৃত্যুতে কাশ্মীরের করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড