• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাদের সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৯২ সেনা

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ ২০২০, ১৮:৫৭
চাদ
চাদের সেনা সদস্যরা, (ছবি : সংগৃহীত)

মধ্য আফ্রিকার দেশ চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে নাইজেরীয় বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। এই হামলায় চাদের অন্তত ৯২ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৫ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, নাইজেরিয়ার সীমান্ত পার হয়ে আসা এসব সন্ত্রাসী চাদের সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পশ্চিমাঞ্চলীয় ল্যাক প্রদেশের বোমা এলাকায় সাত ঘণ্টা ধরে এই হামলা চলে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো জানিয়েছেন, হামলায় তাদের কমিশন্ড এবং নন-কমিশন্ড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর তিনি ওই সেনা ঘাঁটি পরিদর্শন করেন।

ইদ্রিস দেবি ইতনো বলেন, এই প্রথম আমরা এত বেশি সেনা হারালাম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র জানান, বোকো হারামের হামলায় সামরিক বাহিনীর অন্তত ২৪টি গাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সাঁজোয়া যান। এছাড়া সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে গেছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড