• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমিরাতে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক মহড়া (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ ২০২০, ২৩:১৬
যুক্তরাষ্ট্র
ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দেশটির সঙ্গে জোটবদ্ধ হয়ে বিশাল সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। আমিরাতের আল-হামরা ঘাঁটিকে কেন্দ্রে রেখে এই মহড়া চালানো হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে বিশাল সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশ দুটি তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন করেছে। মহড়ায় অংশ নেয় সেনা, নৌ ও বিমানবাহিনী।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই আমিরাতে বিশাল এই মহড়া চালাল যুক্তরাষ্ট্র। ফলে দেশ দুটির মধ্যে উত্তেজনা নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বৈশ্বিক সামরিক বিশ্লেষকরা।

আরও পড়ুন : চীনে হান্তা ভাইরাসে মৃত ১, কতটা ভয়াবহ এই ভাইরাস?

প্রসঙ্গত, ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে নিয়মিত রকেট হামলা হচ্ছে। এসব হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনা বেড়ে গেছে অনেক। যুক্তরাষ্ট্র মনে করে, ইরানের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই এসব হামলা চালানো হয়। যদিও এ ধরনের দাবি অস্বীকার করে আসছে তেহরান।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড